শিরোনাম
১নং রশিদাবাদ ইউনিয়নে ভাতা ভোগীদের (বয়স্ক,বিধবা,প্রতিবন্ধি) ভাতা ব্যাংক এশিয়ার মাধ্যমে প্রদান করা হয়।
বিস্তারিত
মাননীয় প্রধানমন্ত্রী ভাতা ভোগীদের (বয়স্ক,বিধবা,প্রতিবন্ধি) ভাতা প্রদান উদ্ভোধন করার পর থেকে ১নং রশিদাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার মাধ্যমে ভাতা ভোগীদের (বয়স্ক,বিধবা,প্রতিবন্ধি) ভাতা প্রদান করা হচ্ছে। ভাতাভোগীগন স্ব শরীলে উপস্থিত থেকে ফিঙ্গার পিন দিয়ে টাকা উত্তোলন করতে হবে। যদি কোন ভাতা ভোগী অসুস্থ্য খাকার কারনে ইউনিয়ন পরিষদে টাকা উত্তোলনের জন্য না আসতে পারেন প্রযোজনে অসুস্থ্য ভাতাভোগী বাড়িতে গিয়ে হাতের ফিঙ্গার পিন নিয়ে টাকা দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করতে পারেন । ১। মোঃ শহিদুল ইসলাম (উদ্যোক্তা), মোবাইল নং ০১৯২১৪৭৩৯৪৬, ২। নিপা আক্তার (উদ্যোক্তা) মোবাইল নং ০১৯৬৩৪৫৮৮১৫।